Calcutta time  :  হাজারিবাগের একটি হোটেলে এবার আয়কর দফতরের হানা। এক সংবাদসংস্থা  জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের খোজে হাজারিবাগের ওই হোটেলে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ায় জেল হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন সংবাদসংস্থা সূত্রের খবর, আয়কর দফতরের সন্দেহ হিসাব বহির্ভূত টাকা লুকিয়ে রাখার জায়গা খুঁজতেই ওই ব্যক্তি ঝাড়খণ্ডের হোটেলে গিয়ে উঠেছিলেন। দুই দিন আগে সেখানে আই-টি হানার আগাম খবর পেয়ে কয়েক ঘণ্টা আগেই ওই ব্যক্তি হোটেল ছেড়ে পালিয়ে যান বলে খবর। আয়কর দফতরের আধিকারিকরা হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদও করেন।

সূত্রের খবর, এদিন অন্য একটি ঘটনার তদন্তে ঝাড়খণ্ডে গিয়েছিল আয়কর দফতরের ওই দলটি। এরইমধ্যে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আধিকারিকদের কাছ থেকে তথ্য যায়। এরপরই হাজারিবাগের ভান্ডারা পার্কের হোটেলে হানা দেয় তারা। আধিকারিকরা ঢুকেই ওই হোটেলে প্রবেশের সমস্ত রাস্তা সিল করে দেয়। ওই চত্বরে মাল্টিপ্লেক্স, হোটেল, অনুষ্ঠান বাড়ির গেট বন্ধ করে শুরু হয় তল্লাশি।

উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়কর-আধিকারিক পিটিআইকে জানায়, সরকারি একটি গাড়িতে ওই ব্যক্তি কলকাতা থেকে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে যান। ওই ব্যক্তির সঙ্গে একটি বড় ব্য়াগও ছিল বলে জানান। তদন্ত চলছে বলেই জানান ওই আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here