Calcutta time  :  পৃথিবীতে এমন অনেক দেশই আছে যেখানকার মানুষ অন্যান্য দেশের মানুষের থেকে বেশি সুন্দর, লাবণ্যময়ী চেহারা, ভঙ্গিমা এসবের জন্য। বিশ্বের বেশ কিছু দেশের নারীদের পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বলা হয়। যার মধ্যে রাশিয়ার নারীরা একদম অন্যতম।

রাশিয়ান নারীরা সারা বিশ্বে পরিচিত। তাদের গায়ের রং, শরীরের গঠন, চুলের সৌন্দর্য, চকচকে চোখ,  পরিষ্কার ত্বক, ভালো উচ্চতার সঙ্গে সুন্দর ফিগারের জন্য সবসময় তারা অন্যতম নারী হিসাবে পরিচিত।

জানা যায়, তারা মূলত এই কয়েকটি জিনিস ব্যবহার করে থাকে সারাবছর।

১) শসার রস –

উজ্জ্বল ত্বক আনতে বেশ ভালো কাজ করে শসার রস। তার সাথে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত এর রস ব্যবহার করলে ত্বকে বলিরেখা পড়ে না। ত্বকের শুষ্কতার জন্য লালচে বা ফোলাভাব দেখা দিলে শসার রস ব্যবহার করা হয়। এই কাজটিই যত্ন নিয়ে করে রাশিয়ার নারীরা। যে কারণে তাদের ত্বক থাকে এত সুন্দর।

২) গোলাপজল –

রোজ সকালে গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক টোনিং হয় ভালোভাবে। এছাড়াও ত্বক ভালো রাখতে গোলাপজলের উপকারিতা সম্পর্কে তো আমরা কমবেশি জানিই। এই উপকারী উপাদানই ব্যবহার করে থাকেন রাশিয়ার নারীরা।

৩) রাস্পবেরি রস –

রাশিয়ার নারীদের ঠোঁট অনেকটা গোলাপের পাপড়ির মতো লাগে। এর জন্য তারা ঠোঁটে রাস্পবেরির রস ব্যবহার করে। এই ফলের মধ্যে থাকে খনিজ ও ভিটামিন। তাই এটি ব্যবহারে ঠোঁটে সঠিক পুষ্টিও পৌঁছায়। সেইসঙ্গে দূর হয় ঠোঁটের কালচে ছোপ। রাস্পবেরির রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে ব্যবহার করলে বেশি ভালো ফল পাওয়া যাবে।

৪) ডিমের কুসুম –

রাশিয়ায় সারা বছরই ঠান্ডা থাকে। যে কারণে সেখানকার আবহাওয়া থাকে বেশ রুক্ষ ও শুষ্ক। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তাই রাশিয়ার মেয়েরা ডিমের কুসুম ব্যবহার করে। এতে ত্বকের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে প্রাকৃতিক আর্দ্রতা। সেইসঙ্গে ডিমের কুসুম ত্বকে পুষ্টি পৌঁছে দেয়।

৫) বিটরুট –

গালের জন্য রাশিয়ার নারীরা ব্যবহার করে বিটের রস। এটি হলো প্রাকৃতিক ডিটক্স এজেন্ট। ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি এটি ত্বকে উজ্জ্বলতা বাড়ায়। পাশাপাশি ব্রণ এবং ডার্ক সার্কেল প্রতিরোধে কাজ করে বিটরুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here