Calcutta time : প্রতিনিয়ত অনলাইনে বেড়ে চলেছে প্রতারণার ফাঁদ। বারংবার সতর্ক করেও জালিয়াতদের মধ্যে পড়ছেন গ্রাহকরা। দেশের এই ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি রুখতে এবার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক। ভারতে ডিজিটাল ঋণ নিয়ন্ত্রণে প্রথম পর্বের নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
ডিজিটাল ব্যাংকিং – কী রয়েছে নতুন নিয়মে ?
নতুন নিয়ম অনুসারে, এবার থেকে সব ঋণ বিতরণ ও পরিশোধ কেবল ঋণগ্রহিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নিয়ন্ত্রক সত্তার মধ্যে হবে। এতে কোনো তৃতীয় পক্ষ বা কোনও পাস-থ্রু বা পুল অ্যাকাউন্ট ছাড়াই সব ঋণ বিতরণ ও পরিশোধের কাজ সম্পন্ন হবে।
এখানে কারা পাবেন সুবিধা ?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রক পরিকাঠামোর লক্ষ্য সামনে রেখেই এই ডিজিটাল লেন্ডিং ইকো সিস্টেম তৈরি করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রিত সংস্থা ও ঋণ পরিষেবা প্রদানকারীদেরই বিভিন্ন ঋণ দেওয়ার সুবিধা দেবে সেন্ট্রাল ব্যাঙ্ক।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গতকাল ডিজিটাল ঋণ, ব্যবসায় অনুমোদিত সংস্থাগুলির তালিকা, ঋণ ও ডেটা সংগ্রহের নিয়ম ঘোষণা করেছে। এই ঘোষণা পর্বে কেন্দ্রীয় ব্যাঙ্ক কীভাবে ফি নেওয়া হবে তার নির্দেশিকাও প্রকাশ করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, ক্রেডিট মধ্যস্থতা প্রক্রিয়ায় LSP-কে ফি সরাসরি নিয়ন্ত্রিত সত্তার মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে ঋণগ্রহিতার কোনও কাজ নেই। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট আকারে ডিজিটাল ঋণের সব খরচ অবশ্যই ঋণগ্রহীতাদের কাছে প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও বলেছে, ঋণগ্রহীতার সুস্পষ্ট সম্মতি ছাড়া ঋণের সীমা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো যাবে না।
প্রসঙ্গত, ডিজিটাল লেন্ডিং অ্যাপস নিয়ে পরিষ্কার নীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন নিয়মে বলা হয়েছে, এই অ্যাপগুলি গ্রাহকদের থেকে নথি বা তথ্য কেবল প্রয়োজনেই নিতে পারে। এই বিষয়েও ঋণগ্রহীতার পূর্ব স্পষ্ট সম্মতি নিয়ে এই কাজ করতে হবে ডিজিটাল লেন্ডিং অ্যাপসগুলিকে।রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে, এবার থেকে অ্যাপগুলিকে নির্দিষ্ট ডেটা ব্যবহারের জন্যও সম্মতি গ্রহণ করতে হবে ঋণগ্রহীতার। যার মধ্যে আগে দেওয়া সম্মতি প্রত্যাহার করার বিকল্প ছাড়াও, DLAs/LSPs দ্বারা ঋণগ্রহীতাদের কাছ থেকে সংগৃহীত ডেটা মুছে ফেলার অপশন থাকবে।