Calcutta time  :  ইডির হেফাজত থেকে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বর্তমান থাকার জায়গা হল আলিপুরের মহিলা সংশোধনাগারে। এখানে রীতিমতো সেলেব মুডে মডেল – অভিনেত্রী। কারণ সহবন্দিরা কেউ কেচে দিচ্ছে তাঁর জামাকাপড়, কেউ আবার করে দিচ্ছে বিছানা। বলা যায়, ভালোই আছেন অর্পিতা মুখার্জি।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন জায়গা আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ঘর। প্রথম দিন তিনি একাই ছিলেন। জানা যায়, সারারাত কান্নাকাটি করেছেন।  সূত্রের খবর, বর্তমানে আরো ২০ বন্দির সঙ্গে একঘরে রয়েছেন অর্পিতা। তাঁর সহবন্দিরা অনেকেই অর্পিতাকে সিনেমায় দেখেছেন। ফলে মডেল-অভিনেত্রীকে নিয়ে তাঁদের মধ্যে উন্মাদনার কিছুই নেই। সারাদিন নাকি বাকি ২০ বন্দি ঘিরে রাখছেন অর্পিতাকে। রীতিমতো সেলিব্রিটির মতোই রয়েছেন তিনি।

সূত্রের খবর, কেউ অর্পিতার জামাকাপড় কেচে দিচ্ছে। কেউ আবার বিছানা করে দিচ্ছে। আগের তুলনায় অর্পিতার মানসিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো খাবারের আবদার করছেন অর্পিতাও। শুক্রবার থেকে প্রতিদিনই নাকি নিরামিষ খেয়েছেন তিনি। যা তাঁর মোটেও পছন্দ নয়। সেই কারণে সোমবার আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমিষ খাবারের আবদার জানিয়েছেন। তবে জেলে নির্দিষ্ট নিময় মেনে খাবার দেওয়া হয়, ফলে তাঁর আবদার আদৌ মানা হবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

উল্লেখ্য, অর্পিতার আইনজীবী সূত্রের খবর, বর্তমানে মায়ের জন্য ও নেল আর্ট পার্লারের কর্মীদের নিয়ে চিন্তায় রয়েছেন অর্পিতা। মায়ের দেখাশুনা হবে কী করে, কর্মীরা বেতন পাবেন কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তবে তাঁর মানসিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কারণ আইনজীবী দাবি করেছেন, ইডি হেফাজতে এতদিন একা ছিলেন, তাই মানসিক চাপ ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here