Calcutta time  :  ফের নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৭টি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ অর্থাৎ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে নতুন জেলা করার কথা ঘোষণা করলেন মমতা। কী কী নতুন জেলা হচ্ছে? আলাদা নতুন জেলা হচ্ছে সুন্দরবন, বসিরহাট, বিষ্ণুপুর, ইছামতী, রানাঘাট, বহরমপুর ও কান্দি। এর পাশপাশি, বিভিন্ন জেলায় ব্যাপক মাত্রায় সাংগঠনিক রদবদল করেন তৃণমূল নেত্রী।

এবার উত্তর ২৪ পরগণা বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি বদল। নয়া সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার। এই দায়িত্বে ছিলেন অশনি মুখোপাধ্যায়। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর দত্ত। তাঁর জায়গায় নয়া দায়িত্বে আনা হল শ্যামল রায়কে। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন গোপাল শেঠ। নয়া দায়িত্বে আনা হল বিজেপি থেকে ফেরত আসা বিশ্বজিৎ দাসকে

উল্লেখ্য, সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের মৃত্যু এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর এবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি, নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে অনেকরকম খবরের কাগজে লিখছেন। মন্ত্রিসভা ভেঙে নতুনভাবে গড়া হবে এমন কোনও পরিকল্পনা আমাদের নেই। তবে একটা রদবদল করতে হবে। সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো করবে হবে? বেশ কয়েকটি মন্ত্রী পদ ফাকা পড়ে রয়েছে। সুব্রতদা পঞ্চায়েত দেখেতেন, পিএইচই দেখতেন, সাধন পান্ডে সেলফ হেলফ গ্রুপ দেখতেন, পার্থ ইন্ডাস্ট্রি দেখতেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =