শ্রেয়সী সাহা  :  প্রেমের সংজ্ঞাটা থাক বা না থাক, মুখে ভালোবাসা শব্দটা যতই না বলেন না কেন।  বর্তমানে এর পদ্ধতি জানা ভীষণ প্রয়োজন৷ তাহলেই তো প্রেম এসে ধরা দেবে বসুন্ধরার মাঝে l

১) ভালো শ্রোতা : প্রেমের ক্ষেত্রে ভাল শ্রোতা হওয়া খুবই জরুরি৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম সবচেয়ে বেশি প্রযোজ্য৷ যত বেশি কথা শুনবেন, তত বেশি প্রিয়তম হয়ে উঠবেন

২) চোখে-চোখে : চোখে-চোখে কথা বলুন, তাহলে মুখে কিছু বলার প্রয়োজনই পড়বে না৷ এক মনের কথা আরেক মনের গভীর জায়গায় ঠিক পৌছে যাবে৷ আর পছন্দের মানুষটি আপনাকে চোখে হারাবে৷

৩) ভরসা :  প্রেমের অত্যন্ত আবশ্যক নিয়ম৷ ভালবাসা প্রায়ই ভরসা খোঁজে৷ একবার যদি সঙ্গীর ভরসা আদায় করা যায়৷ তাহলে আপনিই হয়ে উঠবেন তাঁর একমাত্র আশ্রয়৷

৪) হাসি : চাঁদের একটুখানি হাসিতেই প্রেমের সব বাঁধ ভেঙে যায়৷ সম্পর্কের আকাশে যতই কালো মেঘ জমুক না কেন, এক হাসিতেই সব সমস্যার সমাধান হয়ে যেতে বাধ্য৷

৫)ছোঁয়া : ভালবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়৷ এর মাধ্যমেই হয় ভালোমন্দের পরিচয়৷ আর এই পরিচয় আপনি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে

তাই সবশেষে বলা যায়, ভালো করে ভালবাসুন৷ আর নিয়ম করে জীবনকে করে তুলুন আরো সুন্দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 12 =