Calcutta time : আজ অর্থাৎ শনিবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আতস কাঁচের তলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক! গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জীর ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল নগদ, সোনা, বৈদেশিক মুদ্রা ও ২০টি মোবাইল। এছাড়াও উদ্ধার হওয়া নগদের পরিমাণ ২১ কোটি ছাড়িয়েছে এখন। এই বিপুল পরিমাণ টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমেই পৌঁছেছিল। ইতিমধ্যে সেই যোগসূত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। এমনকি একাধিকবার অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বিদেশ সফর করেন বলে ইডি সূত্রের খবর। তবে, এই অর্পিতা মুখোপাধ্যায়ের সাথে পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ কীভাবে?
সূত্রের খবর, এক প্রোমোটারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় অর্পিতা মুখোপাধ্যায়ের। ওই প্রোমোটার প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ। ইডির জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায় এমনটাই দাবি করেছেন। এছাড়াও ইডি সূত্রের খবর, অর্পিতা জানান যে “ওই প্রোমোটারের মাধ্যমে ৭ বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর থেকে যাওয়া আসা বাড়ে। সেই সুবাদেই মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা। মন্ত্রীর সঙ্গে তাঁর ‘সম্পর্ক পারিবারিক’ বলেও জেরায় দাবি করেছেন অর্পিতা।
গতকাল অর্থাৎ শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে অর্পিতার ৩ টে ফ্ল্যাটে। অর্পিতা মুখোপাধ্যায়ের ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। প্রতিবেশী সূত্রের খবর, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা দেবী। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনই পার্থ চট্টোপাধ্যায় আসতেন ডায়মন্ড সিটির ফ্ল্যাটেই। ইডি হানা দেওয়ার আগেই গায়েব করা হয়েছে নাম করা দামি কোম্পানির ৭ থেকে ৮টি গাড়ি। পাশাপাশি, অর্পিতার পরিচারিকা জানিয়েছেন যে, মাঝে মাঝেই তাঁর টালিগঞ্জ ও করুণাময়ীর ফ্ল্যাটে আসতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।