অপরাজিতা গাছ আপনাকে ১ মাসে ধনী বানিয়ে দিতে পারে, জানেন কি বাড়ির কোনদিকে লাগাতে হবে ?
Calcutta time : অপরাজিতা গাছ প্রত্যেকের ঘরের সুখ সমৃদ্ধি আনতে সাহায্য করে। বলা হয় যে, এই গাছটির সাথে মা লক্ষীর অধিবাস হয়। তাই এই গাছটি ঘরে থাকলে টাকাপয়সার সংকট দূর হয়ে যায়। তবে বাস্তু মতে, সঠিক দিক এবং দিন বেছে এই গাছ লাগানো উচিত।
বাস্তু মতে, বাড়ির পূর্ব, উত্তর, দিকেই অপরাজিতা গাছ লাগাবেন। আর যদি বৃহস্পতিবার এবং শুক্রবার রোপন করেন তাহলে গাছটি আপনার জন্য শুভ। কারণ বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর বার। শুক্রুবার দেবী লক্ষীর বার। তাই এই দুদিন উত্তর, পূর্ব দিকে গাছ লাগালে অপরাজিতা উদ্ভিদ আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হতে পারে। এছাড়াও দরজার ডানপাশে একটি সাধারণ টবের মধ্যেও গাছটি লাগাতে পারেন।
উল্লেখ্য, অপরাজিতা ছাড়াও যে গাছগুলি আপনাকে লক্ষীলাভ দেবে -হলুদ গাছ লাগালে ঘরের মধ্যে কোনো নেগেটিভ শক্তি আসবে না। টাকাপয়সার জন্য একটি অশোক গাছ লাগান, এছাড়াও এই গাছ বাড়ির ছেলেমেয়ের পড়াশোনার কাজেও লাগে।
যাদের বাড়িতে নারিকেল গাছ আছে তাদের সম্মান আরো বেড়ে যায়।