Calcutta time  :  আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। এদিন সকাল থেকেই মাহিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে৷ কিন্তু মহেন্দ্র সিং ধোনি যতটা সফল ক্রিকেটার হিসেবে ঠিক একইরকম সাফল্য পেয়েছেন ব্যবসায়ী হিসেবেও৷ ৪১ বছরের ধোনি পাঁচ -ছয় রকমের ব্যবসায় দেদার টাকা ঢেলেছেন৷ আর তার থেকে বাড়িতে বসে হাজার হাজার কোটি টাকা আয় করছেন তিনটি আইসিসি ট্রফি এবং সিএসকে চারটি আইপিএল ট্রফি জয়ী অধিনায়ক৷

শুধুমাত্র হোটেল, পোল্ট্রি ফার্মিং, অর্গানিক ফার্মিং-এর মতো ব্যবসাই করছে না, অনেক কোম্পানিতে বিনিয়োগও করেছে। তাঁর পোর্টফোলিওতে বেশ কিছু স্টার্টআপ রয়েছে৷  নিজের শহর রাঁচিতে একটি হোটেল খুলেছেন মহেন্দ্র সিং ধোনি। নিজেই রাঁচিতে, তিনি তার ৪০ একর খামারে জৈব চাষ করেন। ধোনি পোল্ট্রি ফার্মিংও করেন এবং কড়কনাথ প্রজাতির মুরগি পালন করেন। এছাড়া তার নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে। ধোনি জিমেও বিশাল বিনিয়োগ করেছেন৷  স্পোর্টসফিট ওয়ার্ল্ড নামে সারা দেশে প্রায় ২০০ টি-র বেশি জিম রয়েছে। মাহি  দক্ষিণ ভারতীয়  অভিনেতা আক্কিনেনি নাগার্জুনের সঙ্গে পার্টনারশিপে রেসিং টিম ইন্ডিয়া চালান৷

উল্লেখ্য, তিনি তিন বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসডর এই কোম্পানির। এই 8 টি পুরনো কোম্পানির ব্যবসা দিল্লি, বেঙ্গালরে।

একটি ড্রোন কোম্পানিতে বিনিয়োগ করেছেন সম্প্রতি, ধোনি ড্রোন সংস্থা গরুড় অ্যারো স্পেসে বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসডরও হয়েছেন তিনি। তবে এই কোম্পানিতে মাহি কত কোটি টাকা বিনিয়োগ হয়েছে তা জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here