Dada Boudi বিরিয়ানি হোটেল : বিরিয়ানির প্রেমীরা আছো দাদা বৌদি যেমনি এরকম কিন্তু হতেই পারে না। শুধু ব্যারাকপুর না কলকাতা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষ দাদা বৌদির বিরিয়ানি খেতে আসে ব্যারাকপুর শহরে, দাদা বৌদির বিরিয়ানি শুধুমাত্র ব্যারাকপুরের সীমাবদ্ধ নেই এই গণ্ডি পেরিয়ে তাজ পুড়িয়েছে বহুদূর, কিন্তু জানেন কি দাদা বৌদির বিরিয়ানি তে প্রতিদিন কত হাজার ফ্ল্যাট বিক্রি হয় প্রতিদিনের টার্নওভার কত থাকে ?

দাদা বৌদি হোটেল রেস্টুরেন্টে বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম 250 টাকা এবং মাটান বিরিয়ানির দাম 300 টাকা, এবং স্পেশাল প্লেটে 475 টাকায় বিক্রি হয় ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় দাদা বৌদির বিরিয়ানি দোকান রয়েছে, ব্যারাকপুরে আরো অনেক বিরিয়ানির দোকান আছে কিন্তু মানুষের ভালোবাসা দাদা বৌদি প্রতি। সূত্র মারফত জানা যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি প্রত্যেকদিন বারোশো ১২০০ প্লেট বিক্রি হয় বিরিয়ানির দাম যদি কম করে 200 বা আড়াইশো টাকা ধরা হয় তাহলে আপনারা হিসাব করে নিন প্রতিদিনের ইনকাম কত

Dada boudi বিরিয়ানি শুধু ব্যারাকপুরে না এবার কলকাতা এয়ারপোর্ট এর সংলগ্ন একটি জায়গায় খোলা হচ্ছে এমন জানা গেছে, তাছাড়াও দাদা বৌদি বিরিয়ানিতে শুধু বিরিয়ানি না নানা রকম পাওয়া যায়। এখনো যারা দাদা বৌদি বিরিয়ানি খান নি অবশ্যই একবার গিয়ে টেস্ট করে আসুন

This post published by Binita Das…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fifteen =