Calcutta time :  হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছে প্রেমিকা। সেই জন্যই বিয়ে করতে নারাজ প্রেমিক। এই অভিযোগ তুলে এদিন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছে তরুণী। আর এই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জের।

কিছুদিন আগেই ২৬৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জেলায় জেলায় সেই সব শিক্ষক-শিক্ষিকাদের তালিকা পৌঁছেছে। কোচবিহারের ৩২ জন রয়েছেন ওই তালিকায়। তার মধ্যে রয়েছেন কোচবিহারের ওই তরুণীও

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি।  চাকরি থেকেই অতি সম্প্রতি তিনি বরখাস্ত হয়েছেন হাইকোর্টের নির্দেশে। তাঁর দাবি, চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর শুনে প্রেমিক প্রণব গোস্বামী তাঁকে বিয়ে করতে নারাজ। তাঁদের মধ্যে বছর পাঁচেকের প্রেমের সম্পর্ক বলেও দাবি তাঁর। প্রণবকে বিয়ের দাবিতে তাঁর বাড়ির সামনে ধর্নায় বসেছেন তিনি।

উল্লেখ্য, প্রণব পেশায় নিশিগঞ্জ কলেজের অতিথি শিক্ষক। তাঁর বক্তব্য, ‘ঘটকের মাধ্যমে ওঁর সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ চলছিল। আমাদের বিয়ে এখনও ঠিক হয়নি। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here