Calcutta time : বর্তমানে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের ভারে ধুঁকছে অর্থনীতি। তার মধ্যেই বড় ঘোষণা হল প্রধানমন্ত্রীর দফতরের। আগামী দেড় বছরের মধ্যে সরকারি ক্ষেত্রে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হল ইতিমধ্যে। অতি তৎপরতার সঙ্গে নিয়োগকার্য শুরু করতে নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডল থেকে এই ঘোষণা করা হয়। তাতে বলা হয় যে, “সব বিভাগ এবং মন্ত্রকের কর্মসংস্থান পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দেড় বছরে তৎপরতার সঙ্গে ১০ লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।”
যদিও এনিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার আগে তো বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল! সেই অর্থে আট বছরে ১৬ কোটি চাকরি হয়। সেই গল্প চলে গেল। সরকারি সংস্থাগুলির এক এক করে বেসরকারিকরণ হচ্ছে। বিএসএনএল-এর মতো সংস্থাকে প্রায় তুলে দেওয়া হয়েছে। রেলের পরীক্ষা কোথায় চলে গিয়েছে। গত এক সপ্তাহেই ৭০ হাজার চাকরি উড়িয়ে দেওয়া হয়েছে। তাই এই দাবি কি বিশ্বাসযোগ্য আদৌ? ”
এছাড়াও তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বছরে ২ কোটি চাকরি হবে বলেছিলেন। আট বছর হয়ে গেল, ১৬ কোটি বেকারের চাকরি হয়নি। তাই এই ঘোষণার নিশ্চয়তা কী! আমার তো ভরসা নেই।”