Calcutta time :  ব্যারাকপুর পৌরসভার ১৯ নম্বর  ওয়ার্ডে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এদিন  বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে আয়োজিত হলো পরিবেশ দিবস।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদের সদস্য মিতালী বিশ্বাস। ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্যসহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই কর্মসূচি নিয়ে ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান বলেন জানান, “আজকের দিনটিতে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আমাদের রাজ্যের থেকে নির্দেশ এসেছে বিশ্ব পরিবেশ দিবস যাতে ভালোভাবে পালন করা হয়, মানুষকে সচেতন করা হয়। তাই আমরা এই দিনটিকে বেছে নিয়ে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে এই দিনটি পালন করছি।

পৌর পরিষদের সদস্য মিতালী বিশ্বাস জানান, “এখানে কমিটি রয়েছে ছাত্র পরিষদের সকলে রয়েছে। আমরা সবাই মিলে গাছ লাগাবো, মানুষকে সচেতন করবো। কারণ গাছ মানুষকে অক্সিজেন দেয়। যত গাছ লাগাবেন পরিবেশ সুস্থ থাকবে, সজ্জিত থাকবে। এখানে ছাত্র-ছাত্রীরাও আছে  তাদেরও আমি বার্তা দিচ্ছি। সবাই মিলে আজকে থেকে আমাদের শপথ নিতে হবে প্লাস্টিক বর্জন এবং থার্মোকলের জিনিসপত্র বর্জন করতে হবে। মানুষকে বোঝাতে হবে প্লাস্টিকের জিনিস ব্যবহার না করে প্রাকৃতিক সৃষ্টি যেই জিনিসগুলো কাগজের ব্যাগ বা পাটের ব্যাগ নানারকম জিনিস আছে সেগুলো ব্যবহার করতে হবে।

এছাড়াও এদিন তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পরে প্রথম যে উদ্যোগটি নিয়েছিলেন সেটা হচ্ছে গাছ লাগাতে হবে। আমরা দেখেছি এক ভয়ঙ্কর ঝড় আমাদের বাংলার উপর দিয়ে গেছে এবং আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমফানের জন্য  প্রচুর গাছ ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ২০২১ সালে আমাদের ব্যারাকপুর থেকে মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয় ফিরে আসার পরে  নির্দেশ দিয়েছিলেন যে, আমাদের গাছ লাগাতে হবে এবং প্লাস্টিকমুক্ত ব্যারাকপুর গড়ে তুলতে হবে। সেইরকমই আজকে চেয়ারম্যান স‍্যারের উদ্যোগে  পৌরসভায় প্লাস্টিক বর্জন করার একটা কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন ছাত্র পরিষদের তরফ থেকে হাজার ১৯ নম্বর ওয়ার্ডে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আমরা আগামী দিনে এমন আরো অনেক কর্মসূচি করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here