Calcutta time : ২০২২ সালের মাধ্যমিকের ফল ঘোষণার পরই ২০২৩-এর পরীক্ষাসূচিও জানিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদ। আগামী বছরের পরীক্ষাসূচি ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু ২৩শে ফেব্রুয়ারি। ৪ঠা মার্চ পরীক্ষা শেষ হবে।
তাই আগামী বছরের ২৩শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৪ঠা মার্চ। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪শে ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ২৫শে ফেব্রুয়ারি ভূগোল, ২৭শে ফেব্রুয়ারি ইতিহাস, ২৮শে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২রা মার্চ অঙ্ক, ৩রা মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ঠা মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
উল্লেখ্য, নিয়মানুযায়ী এবছরও পরীক্ষার সময় ছিল মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তার মধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হত প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাতেও নিরাপত্তায় বিশেষ জোর দেয় পর্ষদ। প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।