Calcutta time : আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী কেকে। জনপ্রিয় সংগীতশিল্পী কেকের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর হোটেলে ফিরে আচমকাই কেকে মৃত্যুতে হতচকিত হয়ে পড়েন সকলে। রাতেই হাসপাতালে পৌঁছোন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আজ অর্থাৎ বুধবার সকালে টুইটবার্তায় কেকে-কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “বলিউডের বিখ্যাত গায়ক কেকে-র এই আচমকা এবং অকাল মৃত্যুতে আমরা হতবাক এবং শোকস্তব্ধ। আমার সহকর্মীরা গতকাল রাত থেকে কাজ করছে সবরকম প্রয়োজনীয় সমর্থন এবং সাহায্যের জন্য, পরিবারকে দেহ হস্তান্তরের প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে করা যায় সেই চেষ্টা চালাচ্ছেন। আমার গভীর সমবেদনা তাঁর পরিবারের প্রতি”।
এদিন বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কেকের স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে আমার। অত্যন্ত প্রতিভাবান শিল্পী ছিলেন। আমি শোকস্তব্ধ। আমরা গান স্যালুট দেব। সম্ভব হলে কলকাতায় এসে শ্রদ্ধা জানাব। অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতায় ফিরব।”
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন টুইট বার্তায় তিনি লেখেন, “জনপ্রিয় সংগীত শিল্পী কেকে প্রয়াত। শিল্পীর প্রয়াণে আমার হৃদয় বিদীর্ণ। তাঁর গানের সুর যে কোনও প্রজন্মের মানুষকে মুগ্ধ করেছে। তাঁর গানের মাধ্যমেই আমরা সকলে তাঁকে স্মরণ করব। কেকের পরিবার, পরিজন এবং ভক্তদের সমব্যথী আমি। ওঁ শান্তি।”