Calcutta time : ভালোবাসার মানুষটার সাথে প্রথম দেখায় ভাল না লাগলে কথাই এগোয় না আর ভালবাসা তো দূরের কথা। তবে নিজের মনের মানুষকে কিভাবে চিনবে দেখে নেও সেই সহজ টিপসগুলো –
১) সব কথা খুলে বলবেন না। নিজের পছন্দের মানুষটিকে সব কথা খুলে বলবেন না। বরং নিজের কাছে জমিয়ে রাখুন। তাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিন। কিছু জিনিস গোপন রাখলে তার কাছে আপনার গুরুত্ব ধীরে ধীরে বাড়বে।
২) বেশিরভাগ মেয়ে সাহসী পুরুষ পছন্দ করেন। সব মেয়েরাই চায়, আত্মবিশ্বাসী এবং সাহসী পার্টনার। কারণ লড়াকু মানসিকতার পুরুষরা মহিলাদের মন সহজেই জিতে নেন।
৩) বেশি পাত্তা দেবেন না। মনোবিদরা বলছেন, যে জিনিস পাওয়া মুশকিল তার প্রতি মানুষ বেশি আকর্ষিত হন। ফলে কোনো রকম ভাবে মহিলাকে ধরা দেবেন না।
৪) প্রথম দেখায় বেশি কথা না বলাই ভালো। প্রথম দেখাতেই নিজের ব্যাপারে সব জানিয়ে দেবেন না। প্রথম দেখায় সব বলে দিলে এমনও হতে পারে আপনার দোষ-গুণ সবটা বেরিয়ে আসবে।
৫) মেয়েরা ছেলেদেরকে চেনার জন্য তার মুখের দিকে নজর দেন। ফলে মনের ভাব পড়তে দেবেন না। তাকে পছন্দ হলেও সেটা যেন বোঝা না যায়। আপনার প্রতি একটা কৌতুহল তৈরি হবে।
৬) মেয়েরা বেশি গম্ভীর ছেলেদের পছন্দ করেন না। তবে সেন্স হিউমার থাকাটাও জরুরি।
৭) পুরুষের চরিত্র খুঁটিয়ে দেখেন মেয়েরা। তাই এমন কোনো কথা বলে ফেলবেন না যে সে উল্টে আপনার চরিত্র নিউই কথা বলে।
৮) কোথায় যাচ্ছেন, কি করছেন বলবেন না। তাকে ভাবতে দিন। মিস করতে দিন। তাহলেই প্রেমটা আরো বাড়বে।