Calcutta time : আজ অর্থাৎ রবিবার ফুলবদল করতে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং? জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। এবার কার্যত স্পষ্ট করে দিলেন স্বয়ং অর্জুনই। জানিয়ে দিলেন, ”আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে। সকলেই সবকিছু জানতে পারবেন। যার সঙ্গে দেখা করতে যাব, তিনি তো ছোটখাটো কেউ নন। বাংলার জন্য কথা হবে।” রাজনৈতিক মহলের একাংশ বলছেন, এই বার্তাতেই স্পষ্ট, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা বলেই পুরনো দলে ফের পা রাখবেন এখনও পর্যন্ত বিজেপি সাংসদ অর্জুন সিং।
এদিন নিজের বাড়িতেই এক সাংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ”একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ। পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে। বিজেপিতে থাকব কী না, সেটা সময় বলবে। যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যারা পাশে ছিলেন না, তাদেরও ধন্যবাদ। এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি। সকলেই জানতে পারবেন।”
হিন্দিতে ট্যুইট করে অর্জুন লিখেছিলেন, ”শুনছি আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত। সেখানে নৌকা নিয়ে যাই চলো যেখানে তুফান এসেছে।” এদিকে রাজনৈতিক মহল বলছে, এই একটি টুইটে অর্জুন সিং বুঝিয়ে দিয়েছেন, দলবদল আসন্ন। এমনকী কানাঘুঁষো শুরু হয়ে গিয়েছিল, রবিবারই ফের পুরনো দলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিজেপি সাংসদ। সেই সম্ভাবনাকেও কার্যত মান্যতা দিয়ে দিলেন অর্জুন।