Calcutta time : আগামী ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিষেক ব্যানার্জি। আর সেই অনুষ্ঠানে হাজির থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেইসঙ্গে তিনি দাবি করেছেন ২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকছেন মমতা ব্যানার্জি। এই কথাই লিখেছেন কুণাল।
তিনি লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক।’ তৃণমূল মুখপাত্রের দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে এরাজ্যে সিপিএম নেতা জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন মমতা।
রাজ্যের বিভিন্ন জেলায় মাঝেমধ্যেই পদ এবং প্রার্থী নিয়ে তৃণমূলের প্রবীণ বনাম নবীনদের মধ্যে মন কষাকষির বিষয়টি উঠে এসেছে। গত ২০২১–এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক প্রবীণ তৃণমূল নেতা। এদিন তাঁর পোস্টে এই বিষয়টি নিয়েও সরব হয়েছেন কুণাল। তিনি লেখেন, ‘পুরনোরা মানুন, সময়ের সঙ্গে নতুনের পদধ্বনিকে স্বাগত জানাতেই হবে। আমরা ছিলাম বলে আর কেউ আসবে না, তা হয় নাকি? আবার নতুনরা মানুন পুরনোরা ভিত গড়ে না দিলে আজকের মঞ্চটাই থাকত না।’
পাশাপাশি দলবদলুদের প্রতি কুণালের পরামর্শ, ‘যারা দলবদল এবং রিভার্স স্যুইংয়ের প্লেয়ার তাঁরাও সবিনয়ে দলত্যাগের দিনটা মনে রেখে আজকের আচরণবিধিতে থাকুন।’ একই সঙ্গে দলের কর্মীদের প্রতি কুর্ণিশ জানিয়েছেন কুণাল। তৃণমূল মুখপাত্রের এই পোস্টকে কটাক্ষ করে সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার বলেন, ‘এই পোস্টের অর্থ হল অভিষেককে বার্তা দেওয়া ২০৩৬-এর আগে তাঁর কিছু হচ্ছে না। পাশাপাশি অনেক কষ্ট করে অঙ্ক কষে কুণাল বের করেছেন যে জ্যোতিবাবুর রেকর্ড ভাঙতে গেলে কত বছর থাকা দরকার।