Calcutta time : অপেক্ষার মাত্র আর কিছুদিন। আবারও সন্তানদের নিয়ে কৈলাশ থেকে বাপের বাড়ি ফিরছেন উমা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এবছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজো শুরু হচ্ছে অক্টোবরের প্রথম দিনই। মহালয়া পড়েছে ২৫শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার।
এবার দেখে নিন ২০২২ সালের দুর্গাপূজার নির্ঘন্ট –
৩০শে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার রয়েছে মহাপঞ্চমী। সেদিন থেকেই বাঙালির পুজো শুরু।
এরপর মহাষষ্ঠী পড়েছে ১লা অক্টোবর অর্থাৎ শনিবার। এদিনেই হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং চক্ষুদান।
এবছর সপ্তমী রয়েছে ২রা অক্টোবর অর্থাৎ রবিবার। একই দিনে পড়েছে গান্ধিজয়ন্তী।
অষ্টমী পড়েছে সোমবার অর্থাৎ ৩রা অক্টোবর। সপ্তাহের শুরু হবে পুজোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিনে।
মঙ্গলবার অর্থাৎ ৪ঠা অক্টোবর রয়েছে মহানবমী। নবমী নিশি পোহাতেই বাজবে বিষাদের সুর।
বিজয়া দশমী পড়েছে বুধবার অর্থাৎ ৫ই অক্টোবর। মায়ের গমন রয়েছে বুধবারে। আর সেদিনই দেশ দুড়ে ২০২২ সালে পালিত হবে দশেরা।
উল্লেখ্য, এবছর ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া পড়েছে ২৬শে অক্টোবর অর্থাৎ বুধবার।