Calcutta time : আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। জানা গিয়েছে, আগামী ২৮শে মে শনিবারের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ্যে আনার ঘোষণা করা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। ডব্লুবিবিএসই আধিকারিকরা জানায়, রাজ্যের স্কুলগুলি থেকে মূল্যায়ন করা কাগজপত্র ইতিমধ্যে পেয়েছে বোর্ড।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ‘ফলাফলের তারিখ নিশ্চিত করতে পারছি না। তবে ২৮শে মের মধ্যে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা চলছে। পরীক্ষার্থীরা আগামী সপ্তাহে তাঁদের ফলাফল আশা করতে পারে।’ মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশ পাওয়ার পর পরীক্ষার্থীরা, wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইটগুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারবে। তবে মাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও জানা যেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দুবছর পর এবার অফলাইন পরীক্ষা হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here