Calcutta time : হিন্দু ধর্মে চন্দ্র গ্রহণকে বিশেষভাবে পালন করা হয়। পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। মূলত ১৬ই মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে এদিন একাধিক শুভ যোগ থাকছে, যার ফলে এই গ্রহণের মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে। এদিন বৈশাখ মাসের পূর্ণিমা তিথি থাকছে। এসময় পবিত্র নদীতে দান, স্নান করা হয়।
শাস্ত্র মতে, গ্রহণের সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। গ্রহণে ঈশ্বরের পুজো করাও নিষিদ্ধ। তবে সূর্য গ্রহণের মতো চন্দ্র গ্রহণও ভারত থেকে দেখা দেবে না, যার ফলে সূতক কাল মান্য হচ্ছে না। সমস্ত রাশিকেই এই গ্রহণ প্রভাবিত করবে। তবে তিনটি রাশির জন্য সুসংবাদ নিয়ে আসছে চন্দ্রগ্রহণ।
চন্দ্রগ্রহনে শুভ যোগ – বৈদিক পঞ্জিকা অনুযায়ী, ১৬ই মে বছরের প্রথম চন্দ্র গ্রহণ সংগঠিত হবে। সকাল ৬টা ১৬ মিনিট পর্যন্ত বরিয়ান যোগ থাকছে। জ্যোতিষে এই যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই যোগে যে কাজ করা হয়, তা সিদ্ধ হয়ে যায়। এর পর পরের দিন রাত প্রায় আড়াইটা পর্যন্ত পরিঘ যোগ থাকবে। পরিঘ যোগে শত্রুর বিরুদ্ধে কোনও রণনীতি অবলম্বন করলে কার্যকরী প্রমাণিত হয়।
এই রাশিগুলির জন্য শুভ –
মেষ – চন্দ্রগ্রহণে সৃষ্ট শুভ যোগের কারণে মেষ রাশির জাতকদের আর্থিক লাভ হতে পারে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য গ্রহণ শুভ। সম্পত্তির লেনদেনের জন্য সময় উত্তম। জীবনসঙ্গীর পূর্ণ সঙ্গ লাভ করবেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।
সিংহ – এই রাশির জন্য গ্রহণে সৃষ্ট শুভ যোগ সুফলদায়ী প্রমাণিত হবে। চাকরিতে পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। আয়ের নতুন উৎস সৃষ্টি হতে পারে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।
ধনু – এই রাশির জাতকদের জন্যও চন্দ্রগ্রহণ শুভ। উন্নতির নতুন পথ প্রশস্ত হবে। ব্যবসায় লাভের পথ উন্মুক্ত হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে।