Calcutta time : সম্প্রতি ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। এরপর থেকে অনেকে ধরে নেন তিনি অন্তঃসত্ত্বা। মনে হওয়ার কারণ অতীতে দেখা গিয়েছে, প্রেগন্যান্সি এলে তারকারা টাইট পোশাক পরেন না। ফলে ক্যাটরিনাকে দেখেও তেমনটাই মনে হয়েছিল সকলের। এই ব্যাপারে সত্যি মিথ্যা কোন কিছু নিয়েই ক্যাটরিনা কিংবা ভিকির তরফ থেকে কিছু জানা যায়নি। এবার ফের ক্যাটরিনার গর্ভধারণের খবরকে  উস্কে দিয়েছে দুই জনের ঘনঘন সময় কাটানোর বিষয়টি। তবে এবার মুখ খুলেছেন ভিকি কৌশলের মুখপাত্র। তিনি জানিয়েছেন, ক্যাটরিনা গর্ভবতী নন। সমস্তটাই একটা গুজব ছাড়া কিছু নয়।

উল্লেখ্য, বিয়ের পরপর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাঁরা লিখেছিলেন, “আজ আমাদের হৃদয়ে ভালবাসা ও কৃতজ্ঞতা বিরাজমান। এটা আমাদের মুহূর্ত। আমাদের নতুন যাত্রায় আপনাদের আশীর্বাদ ও ভালবাসা চাই।”

কিছুদিন আগে নিউ ইয়র্কে দেখা মেলে ভিকি-ক্যাটরিনার। সোশ্যাল মিডিয়ায় সেই ঝলকও শেয়ার করেছে তারকা দম্পতি। বেকারিতে গিয়ে খেয়েছেন সুস্বাদু খাবারও। পুলেও সময় কাটিয়েছেন দুই তারকা। চুটিয়ে প্রেম করার সময় কাকপক্ষীতে জানতে দেননি। বিয়ের আয়োজন করেছেন চুপিসারে। সন্তানের জন্মও যে আড়ালেই হবে, তা হলফ করে হয়তো বলাই যায়! কী তাই না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here