Calcutta time : যশ ও নুসরতের প্রেমকাহিনী নিয়ে কম জল্পনা হয়নি। তবে সব পেরিয়ে তাঁরা আজ সুখী দম্পতি। সংসার করছেন ঈশানের বাবা-মা। ছেলের জন্মের পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছেন নুসরত।
কিছুদিন আগে যশের সঙ্গেই একটি শুটে ব্যাংকক গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সমুদ্র সৈকতে বিকিনিতে ঝড় তোলেন নায়িকা।
মঙ্গলবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড পোস্ট করেছেন নুসরত। সেখানে ভালোবাসা নিয়ে কিছু কথা শেয়ার করেছেন নায়িকা।
উল্লেখ্য, ভালবাসার মানুষের বা কাছের মানুষের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করেছেন নুসরত। কারণ সেখানে লেখা রয়েছে, “যাঁরা তোমার জীবনে সঠিক ব্যক্তি তাঁরা চাইবে তুমি উন্নতি করো। তাঁদের উপস্থিতিতে তুমি নিরাপদ অনুভব করবে। তাঁরা তোমায় শান্তি দেবে। তাঁরা কখনোই তোমাকে ভালোবাসাহীন হতে দেবে না।
কার থেকে ভালোবাসা পাচ্ছেন না আক্ষেপ নায়িকার। সে কথা অবশ্য খোলসা করেননি নুসরত”।