কোয়েল বিশ্বাস : একজন মানুষ কোনো জিনিসকে কিভাবে দেখছে, তার উপর নির্ভর করে তার বৈশিষ্ট্যজ আকার। আমরা যেভাবে প্রশিক্ষণ পেয়েছি, সেইভাবেই কোনো বিষয়কে বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। ছবি অনেক অজানা তথ্য কে তুলে ধরতে পারে। আপনার একটা ছবি বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে।
অপটিক্যাল ইলিউশন এমন একটি বিষয় যা আপনার মনের বয়স অর্থাৎ আপনি কিভাবে গোটা বিশ্বটাকে দেখছেন সেটা নির্ভর করে। এই অপটিক্যাল ইলিউশন কে দুটি ভিন্ন উপায়ে দেখা যায় , আর তাতেই ধরা পরে আপনার ব্যক্তিত্ব
যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাতে আপনি কাকে দেখছেন, একজন নারী নাকি একজন বৃদ্ধ কে ?
ছোট শিশুর চোখ দিয়ে নাকি আরও অভিজ্ঞ পরিপক্ব ব্যক্তির দৃষ্টিকোণ দিয়ে? যদি এই ছবিতে প্রথমেই আপনার চোখে পড়ে কোনও মাথা নীচু করে থাকা মগ্ন বৃদ্ধের দিকে, তার মানে আপনি আপনার চিন্তায় পরিণত।
আপনার বৃদ্ধকে দেখার কারন ,আপনি জীবনের নানা লড়াই পেরিয়েছেন এবং উত্থান-পতনের নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আপনি চারপাশ দেখে অভিজ্ঞতার মাধ্যমে পরিনত ব্যক্তি মনষ্ক হয়ে ওঠেছেন। আপনার ব্যাক্তিত্ব শান্ত এবং নম্বর স্বভাবের।
যদি ছবিতে প্রথমেই এক তরুণীকে দেখেন, তার মানে আপনি মনের দিক থেকে এখনও শিশুই। এখনও আপনি এক শিশুর কৌতূহলের চোখ দিয়েই পৃথিবীকে দেখেন এবং আপনার অন্তরে নিষ্পাপ এক মানুষ লুকিয়ে রয়েছে।
এটি এমন এক বিরল গুণ যা আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগই মানুষই হারিয়ে ফেলে। আমাদের ভেতরকার শিশুটিকে আমরা উপেক্ষা করি, কিন্তু আপনি আপনার ব্যক্তিত্বের এই দিকটি যত্ন করে বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি এখনও জীবনের সহজ জিনিসে আনন্দ খুঁজে পান।




