Calcutta time : বেশিরভাগ দেখা গেছে যে গৃহে অশান্তি, আর্থিক ঝামেলা সহ নানা জিনিস দীর্ঘ দিন ধরে চলতে থাকে। তবে এমন পরিস্থিতির পেছনে বাস্তুরও কিছু ভূমিকা থাকে বলেই বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে। যেমন বাস্তুর জন্য তুলসীগাছ দারুন কার্যকরী বলেই মনে করা হয়। এর সাথেই আপনি যদি বাস্তু শাস্ত্রের এই নিয়ম মেনে চলেন তাহলে সৌভাগ্য ফিরবে আপনারও।
প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় এবং ভালো সময় দুটোই আসে। খারাপ সময় যখন আসে তখন সেটা যেন মনে হয় কতক্ষণে শেষ হবে। তা যেন কিছুতেই শেষ হতে চায় না। আদি অনন্তকাল ধরে যেন সেই সময় চলতেই থাকে। কিন্তু, ভালো সময় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। সেই কারণে ভালো সময় মানুষ খুব বেশিক্ষণ উপভোগ করতে পারেন না। আর তাই মানুষের কাছে ভালো সময়ের কদরও অনেক বেশি। আসলে সুখ ও কষ্ট এই দুই মিলিয়েই মানুষের জীবন হয়
তুলসী গাছের উপকারিতা জেনে নিন – তুলসী গাছ প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মে গুরুত্বপূর্ন জায়গা পেয়ে আসছে। তুলসী গাছে যেমন সন্ধ্যা প্রদীপ জ্বালানো ও পুজো করা প্রতিদিনের কাজ ঠিক তেমনই পূজা আর্চার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে তুলসী পাতা। এছাড়াও তুলসী গাছ বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জিতে ভরে ওঠে গৃহ।
এর পাশাপাশি গৃহের উত্তর বা উত্তরপূর্ব দিকে তুলসীগাছ রাখাও সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। তবে এসব ছাড়াও তুলসীগাছের ভেষজ গুন ও অসাধারন। বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তুলসী গাছ দারুন উপকারী।




