Calcutta time : ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আর্মি হেডকোয়ার্টাস, ওয়েস্টনর্ণ কমান্ড (হরিয়ানা), সাউথ ওয়েস্টার্ন কমান্ড (জয়পুর), হেড কোয়ার্টাস বেঙ্গল সাব এরিয়া এবং হেড কোয়ার্টাস ইস্টার্ন কমান্ডে (কলকাতা) বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারকতীয় সেনাবাহিনির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বন্ধুরা ইস্টার্ন কমান্ডে আবেদনের শেষ দিন বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১তম দিন। সাউথ ওয়েস্টার্ন এবং ওয়েস্টার্ন কমান্ডে আবেদনের শেষ দিন বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫তম দিন। অনলাইন ও অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মেসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা, গার্ডেনার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
পদের নাম – মেসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা, গার্ডেনার
শূন্যপদের সংখ্যা – ১৫৯
কাজের স্থান – ভারত
কাজের ধরন – কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি – বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু – বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা – বিশদ দেখুন
বেতনক্রম – বিশদ দেখুন
আবেদন পদ্ধতি – অনলাইন ও অফলাইন
যোগ্যতা – ওয়ার্ড সহায়িকা/ হেলথ ইনস্পেকটর/ চৌকিদার/ সাফাইওয়ালা/ ট্রেডসম্যান ইত্যাদি- নির্দিষ্ট ট্রেডে সার্টিফিকেট সহ দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
এলডিসি- দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সহ ইংরেজি এবং হিন্দি টাইপ রাইটিংয়ে দক্ষতা।
প্রার্থীদের অনলাইনে আবেদন পূরণ করে এই সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
West Commadant- ‘Commandant, Command Hospital(WC) Chandimandir, Panchkula (Haryana)- 134107
Eastern Commadant- ‘HQ Bengal SUB area, 246 AJC BOSE road Alipore, Kolkata- 700027’
South Western Commadant- ‘Medical Branch Head Quarter South Western Command, Jaipur (Rajasthan) PIN- 302012’