Calcutta time : এবার পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ফের রাজ্যের নতুন জেলার মিড-ডে-মিল বিভাগে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গেরএক জেলা। জেলা কর্তৃক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের জেলার স্কুলে মিড-ডে-মিল বিভাগে Assistant Accountant পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেই চাকরি প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হল:
শূন্যপদের নাম : Assistant Accountant
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী জেলার মিড-ডে-মিল বিভাগে Assistant Accountant পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের ১৮.৪.২২ তারিখ এর মধ্যে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ -র দিন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে সেখানে অরিজিনাল সহ ফটোকপি এর উপর নিজের সই করতে হবে
ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে ২০.৪.২০২২ তারিখে সকাল ১১.৩০ থেকে।
ইন্টারভিউর আবেদন পত্র জমা করার ঠিকানা : তালডাঙা ডেভেলপমেন্ট ব্লক, বাঁকুড়া।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ-র তারিখ ও সময় জানিয়ে সংশ্লিষ্ট ব্লক বা জেলার অফিসিয়াল ওয়েবসাইট এ কয়েক দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে আপনার নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।
আবেদন পত্র ও ইন্টারভিউ এর দিন প্রয়োজনীয় ডকুমেন্টস :-
১. আবেদন পত্র
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩. P.P.O Part I and Part II
৪. এছাড়াও অন্যান্য ডকুমেন্টস যদি থাকে
৫. পরিচয় পত্র
৬. মাধ্যমিকের এডমিট বা বয়সের প্রমাণপত্র
উপরে উল্লেখিত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে এবং ইন্টারভিউ এর দিন অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।
Assistant Accountant-পদে আবেদনের জন্য যোগ্যতা : On contract basis from retired Govt.
পাঁচ বছরের অভিঞ্জতা থাকতে হবে।
বয়স : ৬৫ বছরের নিচে বয়স হতে হবে।