Calcutta time : বন্ধুরা ন্যাশনাল এগ্রি-ফুড বায়োটেকনোলজি ইনস্টিটিউট (NABI)-তে চাকরির সুযোগ। ন্যাশনাল এগ্রি-ফুড বায়োটেকনোলজি ইনস্টিটিউটে চাকরির সুযোগ। সেখানে নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ১২টি শূন্যপদের জন্য আবেদন আমন্ত্রণ জানানো শুরু করেছে। আবেদন করার শেষ তারিখ ২৫ই এপ্রিল। আগ্রহী আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট -এ গিয়ে আবেদন করতে পারেন।

শূন্যপদের সংখ্যা –

এই নিয়োগ প্রক্রিয়ায় ন্যাশনাল এগ্রি-ফুড বায়োটেকনোলজি ইনস্টিটিউটে ১৪টি শূন্যপদ পূরণ করা হবে। যার মধ্যে ২টি শূন্যপদ ‘ই’ বিজ্ঞানী পদের জন্য, ৬টি শূন্যপদ ‘ডি’ বিজ্ঞানী পদের জন্য এবং ৬টি শূন্যপদ ‘সি’ বিজ্ঞানী পদের জন্য। শিক্ষার যোগ্যতা, বয়সের ব্যাপারে সরকারি বিজ্ঞাপনে বিস্তারিত বলা রয়েছে

আবেদন ফি –

অসংরক্ষিত প্রার্থী/EWS বিভাগের আবেদনকারীদের আবেদন ফি হিসাবে ৫৯০ টাকা দিতে হবে। SC/ST/OBC/ মহিলা আবেদনকারীদের জন্য আবেদন ফি ৩৫৪ টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট nabi.res.in বন্ধুরা হোমপেজে “রিক্রুটমেন্ট অফ সায়েন্টিস্টস অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস” গিয়ে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here