Calcutta time – রামপুরহাট নিয়ে অভিযুক্ত হিসেবে সদ্য ধরা পড়েছে ব্লক সভাপতি আনারুল হোসেন। আর তাঁকে নিয়েই বৃহস্পতিবার বিস্ফোরক দাবি করেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি জানান, আগেই আনারুল হোসেনকে পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অনুরোধে তা করেননি।
আজ সোশ্যাল মিডিয়ায় অনুব্রত বলেন, “বিধানসভা ভোটে ওখানকার রেজাল্ট খারাপ হয়েছিল। আমি বলেছিলাম আনারুলকে সরিয়ে দেব। রামপুরহাটে মিটিং করেই বলেছিলাম। তখন আশিস দা বলেন, দেখ কেষ্ট সরাস না। আমি বলি কেন? উনি বলেন, অনেক ব্যাপার আছে। আমি বলি, লিখে জানাও। তখন উনি লিখে দেন, পঞ্চায়েত পর্যন্ত আনারুলকে সরাস না। আমি শুধরে নেব।” রাজ্যের ডেপুটি স্পিকারের অনুরোধেরই যে তিনি আনারুলকে ব্লক সভাপতির পদে বহাল রেখেছিলেন বারবার সেই সাফাই দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তিনি আরও বলেন, “আমি জেলা প্রেসিডেন্ট। উনি চেয়ারম্যান, চেয়ারম্যান অনুরোধ করলে আমি মানতে বাধ্য।”
প্রসঙ্গত উল্লেখ্য, আনারুলকে পদে বহাব রাখার পক্ষে সওয়াল করে জেলা সভাপতিকে যে চিঠি আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সেটাও এখন সামনে এসেছে। এই চিঠি নিয়ে বিধানসভার ডেপুটি স্পিকার জানিয়েছেন, “চিঠিটা আমি লিখেছিলাম। সেটা একটা সাংগঠনির সভায় লিখেছিলাম। অঞ্চল সভাপতিরাও চাইছিলেন না সভাপতি বদল হোক। তখন আমাকে বলেছিল যে তুমি লিখে দাও, আমি লিখে দিয়েছিলাম। কিন্তু রাখা হবে কি হবে না, সেই সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন। বিধায়ক তো সেই সিদ্ধান্ত নেবেন না।”