Calcutta time : বন্ধুরা এবার ক্লাস ১০ এবং ১২ পাশ পড়ুয়াদের জন্যে দারুন সুখবর। বন রক্ষক এবং বনপাল পদের জন্যে ব্যাপক নিয়োগ করবে Rajasthan Subordinate and Ministerial Services Selection Board অর্থাৎ (RSMSSB)। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে এই শূন্যপদের জন্যে আবেদনের শেষ তারিখ কিন্তু আগামীকাল।

তাই হাতে খুব অল্প সময় তাড়াতাড়ি আবেদন করে নাও। এখনই এই শূন্যপদে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হচ্ছে। এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। আর তা করতে হলে RSMSSB- এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে। আর তা করতে হলে  RSMSSB এর লিঙ্কে ক্লিক করতে হবে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে সাড়ে ৪৫০ টাকা কর হিসাবে দিতে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে Rajasthan Subordinate and Ministerial Services Selection Board। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩৯৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছেন বণ রক্ষক এবং বনপাল পদ। তবে আবেদনের আগে অব্যশ্যই ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- মূলত দুটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ফরেস্ট গার্ড হিসাবে নিয়োগ হবে। আর এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। অন্যদিকে Forester পদের জন্যেও এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। এই সংক্রান্ত প্রমাণ্য নথিও জমা দিতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

বয়সের সীমা –

মূলত দুটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। বনরক্ষী হিসাবে যারা আবেদন করতে চাইবে তাঁদের বয়স নুন্যতম ১৮ হতে হবেই। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অন্যদিকে Forester পদের জন্যেও আবেদনকারীর বয়স ১৮ হতে হবে। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে কিছু ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। এমনটাই জানানো হয়েছে Rajasthan Subordinate and Ministerial Services Selection Board – এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here