কোয়েল বিশ্বাস : আবারও শোকের ছায়া চলচ্চিত্র জগতে। আরোও এক নক্ষত্র পতন টলিউডে। চলে গেলেন বাংলার এক কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ছড়িয়ে পরতেই শোকের ছায়া নেমে আসে টলিউডে।

একের পর এক ভালো ছবি উপহার দিয়ে  দর্শকের মন জয় করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালেই এই খবর ছড়িয়ে পরে। বুধবার  সকাল থেকেই তার শরীরের সমস্যা লক্ষ্য করা যায় এবং রাতের দিকে আরো অসস্থি বোধ করেন, রাত ১.১০নাগাত তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে।

বর্তমানে একটি জনপ্রিয় সিরিয়াল খড়কুটোতে তিনি তৃনা সাহার বাবার চরিত্রে অভিনয় করতেন । জানা গেছে , বুধবার রাতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। সেখানেই তার শরীর খারাপ বোধ করায় বাড়িতে চলে আসেন। বাড়িতেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়।

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম উঠে আসত তাঁর। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন শতাব্দি রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও চুটিয়ে কাজ করেছেন।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’ , ‘মায়ের আঁচল’, ‘আলো’,’নীলাচলে কিরীটি’। শুধু বড় পর্দা নয় ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here