কোয়েল বিশ্বাস : রোজকার জীবনের ব্যস্ততা কাটিয়ে সুখি থাকতে কে না চায়। আর এই সুখি খুশি বা মজায় থাকার টিপস শেয়ার করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
তিনি নিজের জীবনের কাজ, ব্যস্ততা, সাফল্য, অর্থ ,পরিবার, মান-অভিমানের মাঝেও যে আনন্দ তিনি খুজে নিয়েছেন তা শেয়ার করেছেন সবার সাথে। জীবনের একই ছন্দে বাঁধা থেকেও খানিকটা বিরতি নিয়ে কেবল যদি একটু নিজের দিকে তাকানো যায়, যদি খানিকটা নিজেকেও সময় দেওয়া যায়! প্রতিযোগিতাতে থেকেও নিজেকে কিছুটা বিশ্রাম দেওয়ায় যে আসল , তাই তুলে ধরেছেন এই টলিউড নায়িকা।
টলিউডের পর্দায় একটা সময় তার নিত্য রাজত্ব ছিল। কিন্তু বর্তমান সময়ে চলচ্চিত্র এবং সংসার দুই সামাল দিয়েও তিনি বেশ খুশিতেই আছেন। বিয়ের পর অনেকটা সময় সে এই জগত থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। কিন্তু আবারো তিনি চলচ্চিতে ফিরে এসেছেন। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন।
কোয়েল মল্লিক ভিষন গুছিয়ে কথা বলেন, আর তার এই প্রতিভা মানুষের মনে সুপ্রভাব পরে , তা তার স্যোশাল মিডিয়া দেখলেই বোঝা যায়। তার প্রতিটা মুহুর্তের সাক্ষী রাখেন দর্শকদের । স্যোশাল মিডিয়াতে যে কোনো সেলিব্রেশনের ছবিসহ অভিজ্ঞতা তিনি শেয়ার করেই থাকেন । কখনও তার সাথে তার পরিবারের লোকেদেরও দেখা যায়।
ইতিমধ্যেই তিনি তার স্যোশাল মিডিয়াতে একটি নো-ফিল্টার মোদে ছবি শেয়ার করে তিনি জানান “এই মুহুর্তে খুশি থাকাটা দরকার, কারন এই মুহুর্তগলোই তোমার জীবনের।“ আর এই পোস্টের মাধ্যমে তিনি জানাতে চেয়েছেন, হাজার ব্যস্ততার মাঝেই নিজেকে একটু ভালো থাক্র চেষ্টা করুন। আর এই পোস্টের পরই তার ভক্তদের মধ্যে ছরিয়ে পড়েছে এই ছবি , লাইক কমেন্টে ভরে উঠেছে পোস্ট।