বিনীতা দাস : বন্ধুরা গুজরাটের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে মহিলা এবং চাইল্ড ডেভেলপমেন্টের জন্য অঙ্গনওয়াড়ি কার্যকর্তা, অ্যাসিস্ট্যান্ট ও পর্যবেক্ষকের বিভিন্ন পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে।
যারা আগ্রহী ও যোগ্য প্রার্থী রয়েছ শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানার জন্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে e-hrms.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ –
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ঠা এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীদের। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ :
প্রতিষ্ঠানের তরফে মোট ৮০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
দেখুন নিয়োগের সম্পূর্ণ তথ্য –
সংস্থা: ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, গুজরাট (Integrated Child Development Services)
পদের নাম: অঙ্গনওয়াড়ি কার্যকর্তা, অ্যাসিস্ট্যান্ট ও পর্যবেক্ষক
শূন্যপদের সংখ্যা: ৮০০০
কাজের স্থান: গুজরাট
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৪.০৪.২০২২
আবেদন পদ্ধতি –
Step ১- প্রার্থীদের সবার প্রথমে গুজরাটের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইটে e-hrms.gujarat.gov.in যেতে হবে।
Step ২- মহিলা এবং শিশু বিকাশ বিভাগের অন্তর্গত ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
Step ৩- এরপর প্রার্থীদের সমস্ত তথ্য ও ডকুমেন্ট সহ আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্রটি জমা করতে হবে।
Step ৪- আবেদনপক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে।
আবেদনকারীর যোগ্যতা –
প্রত্যেকটি পদের জন্য বিভিন্ন যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ৭ম, ৮ম, ১০ম এবং ১২শ শ্রেণি উত্তীর্ণরা আবেদনের যোগ্য।
বয়সসীমা – ১৮ থেকে ৩৩ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তবে সংরক্ষিত বর্গের প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় রয়েছে।