কোয়েল বিশ্বাস : বর্তমান সময়ে দারিয়ে আমরা অনেকবেশি সকলেই অনলাইন মাধ্যমের সাথে জরিয়ে পড়েছি। বাড়িতে বসেই নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ থেকে চটজলদি পেতে বেশ কিছু সংস্থার সাহায্য নিয়ে। যেমন- সুইগি, জোমাটোর মত বেশ কিছু অনলাইন সংস্থা। সেই সংস্থার ডেলিভারি ম্যনদের নিয়ে একটি নতুন নিয়ম চালু করার কথা ভাবছে দেশের বানিজ্য দফতর। মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে এই বেশ কিছু অভিযোগের ভিত্তিতে এই ডেলিভারি  ম্যনদের ‘ চরিত্রে শংসাপত্র বা character certificate’ বাধ্যতামূলক করেছে

এই নিয়ম প্রযোজ্য থাকবে বিভিন্ন কুরিয়ার সংস্থার ডেলিভারি বয় ও ই-কর্মাস সংস্থার ডেলিভারি বয়দের জন্যেও।

বিভিন্ন কুরিয়ার সংস্থা, ফুড ডেলিভারি অ্যাপ ও ই-কর্মাস সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে। রবিবার একটি সার্কুলার জারি করে মুম্বাই পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ডেলিভারি  ম্যন যদি কোনো রকম অপরাধের সাথে জরিত হয় , এবং সে যেই সংস্থার সাথে  কাজ করে সেখানে যদি তার শংসাপ্ত্র না থাকে তাহলে তার বিরুদ্ধে আইনই ব্যবস্থা নেওয়া হবে।

অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময়ে ডেলিভারি দেওয়ার জন্য তাঁরা ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই চলে যায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালান। এই ব্যপার নিয়ে পলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে এই বিষয়টি  উত্থাপন করেন। কমিশনার সংস্থাগুলিকে জানিয়েছেন , তারা যেন ডেলিভারি বয়দের যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা করেন , ট্র্যাফিক আইন মেনে চলা এবং তাড়াতাড়ি পৌছানোর জন্য ফুটপাত দিয়ে গাড়ি চালাতে নিষেধ করেন। তাদের সঙ্গে যেন খাতায় কলমে চুক্তিবদ্ধ  থাকেন। একটা বিষয় এখন নজর রাখার যে, এই নিয়ম চালুর পর বাকি শহরগুলি তা মেনে চলবে  কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here