Calcutta time : কিছুদিন আগেই উচ্চমাধ্যমিকের সূচি পাল্টানো হয়েছে। তারই মধ্যে জানা গেল ১২ তারিখ নির্বাচন। পরীক্ষা রয়েছে ১১ এবং ১৩ তারিখে। তাই সংশয়ের মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আপাতত সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে, সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও গার্ড দেওয়ার শিক্ষকের অভাবের কারণেও শিক্ষকদের পরীক্ষার দিনে ছুটি না নেওয়ার কথা জানিয়েছে সংসদ। তবে ভোটের জন্য বেশ চিন্তায় পড়তে হলো সংসদকে

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে অসুবিধা ছিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা নিয়ে। কারণ পরীক্ষার দিন মিলে যাওয়ার কারণে পরিবর্তন হয়। তাই JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

পরিবর্তিত দুটি দিন নিয়ে অসুবিধা ছিল। ১৩,১৬ এবং ১৮, ২০ এপ্রিলের পরীক্ষাগুলোর দিন বাতিল করা হয়েছে। ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল সেটা বদলে হচ্ছে ১৮ই এপ্রিল। মাঝে ১২ তারিখ নির্বাচন আছে। যেটা নিয়েই ইতিমধ্যে সমস্যার তৈরি হয়েছে। আপাতত সেটি নিয়ে সরকারের সাথে আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here