বিনীতা দাস :  ডিজিটাল দুনিয়ায় সাধারণ মানুষের ‘ডিজিটাল’ নির্ভরতা অনেকটাই বাড়ছে। করোনার সময় দীর্ঘদিন মানুষ যখন গৃহবন্দি ছিল ডিজিটাল মাধ্যমে লেনদেনের ওপর নির্ভরতা অনেকাংশে বেড়ে গেছে। ডিজিটাল লেনদেন মানে প্রথমেই যে সংস্থাগুলির নাম মনে পড়ে তারমধ্যে অন্যতম একটি সংস্থার ওপর বসল শাস্তির খাঁড়া। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক পেটিএমকে পেমেন্টস ব্যাঙ্কের ওপর নতুন করে কোনও গ্রাহক না নেওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে দেশের সব ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রক সরকারি ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক নিজের নির্দেশিকায় জানিয়েছে ‘পেটিএম পেমেন্টস্ ব্যাঙ্কের ওপর বস্তুগত বিষয় আশয় নিয়ে চিন্তার কারণ আছে’।

রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে যতদ্রুত সম্ভব পেটিএমকে যাতে একটি অডিট ফার্ম নিয়োগ করে সংস্থার আইটি সিস্টেমের বিস্তারিত অডিট করানো যায়। প্রেস বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, “পেটিএম পেমেন্টস্ ব্যাঙ্কের ওপর ব্যাঙ্কিং রেগুলেশন আইন ১৯৪৯ এর ৩৫ এ ধারা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক আজ ১৯৪৯ সালের ওই আইন অনুযায়ী নিজের ক্ষমতা ব্যবহার করে সংস্থাটিকে অবিলম্বে নতুন কোনও গ্রাহক না নেওয়ার নির্দেশ দিচ্ছে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ককে আরও নির্দেশ দেওয়া হচ্ছে কোনও অডিট সংস্থাকে নিয়োগ করে আইটি সিস্টেমের বিস্তারিত অডিট করাতে| অডিট হওয়ার পর নতুন গ্রাহক নেওয়ার বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাংক”।

পেটিএম পেমেন্টস্ ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল ২০১৬ সালের অগস্ট মাসে এবং ২০১৭ সালের মে মাস থেকে নয়ডার একটি শাখা থেকে অনলাইন ব্যাঙ্কটির কাজকর্ম শুরু হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে এইচ.ডি.এফ.সি. ব্যাঙ্ককের ওপর নতুন কোনও ডিজিটাল পরিষেবা ও ক্রেডিট কার্ড না দেওয়ার শাস্তি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here