বিনীতা দাস : ফের একবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার তাঁর কাছে বন্য প্রাণী সুরক্ষা দফতরের তরফ থেকে নোটিস গেল। বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯,১১, ৩৯, ৪৮, ৪৯, ৪৯এ- ধারায় তাঁর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণীকে জোর করে আটকে রাখার অভিযোগ উঠেছে, যদি তিনি দোষী প্রমাণিত হন তবে সেক্ষেত্রে সাত বছরের  কারাবাসও হতে পারে।

কিছুদিনে আগেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে এক বেজির বাচ্চাকে কোলে নিয়ে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। প্রাণীটির গলায় পরানো ছিল মোটা শিকল। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “হঠাৎ করেই এক মিষ্টি বন্ধুর দেখা পেলাম। হ্যাশট্যাগ- অ্যানিম্যাল লাভ” এভাবে গলায় শিকল পরিয়ে বেজিশাবকটির সাথে ছবি পোস্ট করায় তীব্র প্রতিবাদ ওঠে নেটিজেনদের তরফ থেকেও। কেউ কেউ আবার ঘটনাটিকে ‘অমানবিক’ আখ্যাও দেন। এরপরেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং তাঁকে ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেলের কলকাতা শাখায় ডেকে পাঠানো হয়।

সম্প্রতি বনদপ্তরের এক আধিকারিক শ্রাবন্তীর এই মামলায় মুখ খুলেছেন টাইমস অব ইন্ডিয়ার কাছে। তাঁর বক্তব্য, “এভাবে বন্য প্রাণীকে বন্দি করে রাখা শুধু অপরাধই নয়, তাঁর মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন তা বাকিদেরও অনুকরণে উৎসাহ জোগায়। তদন্তে তাঁর আমাদেরকে পূর্ণ সহযোগিতা করা উচিত। তবেই বন্যপ্রাণ সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here