Calcutta time : এবার রাশিয়ার মুখোমুখি সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ালো ইউক্রেন। এরই মধ্যে বেনজির সিদ্ধান্ত নিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেরস্কির, কিয়েভের মধ্যে সেনা-অভিজ্ঞতা থাকা অপরাধীদের যুদ্ধে নামার ডাক দিল। সেনা অভিজ্ঞতা যাদের নেই তাদের নেওয়াজ হবে না, সরাসরি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, যেই অপরাধীদের সেনার অভিজ্ঞতা রয়েছে তাদের এবার যুদ্ধে নামানো হবে। জেনেরস্কি জানিয়েছে, অবিলম্বে অস্ত্র সংরক্ষণ করা হোক। এখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি প্রেসিডেন্ট জেনেরস্কি উল্টে অপরাধীদের যুদ্ধে নামানোর বার্তা দিলেন তিনি, এখনই EU – এর সদস্য পদ চাইলেন এই প্রেসিডেন্ট।

এছাড়াও রাশিয়ার বন্ধুত্বপূর্ন বেলারুশে ইতিমধ্যে শান্তিপূর্ণ বৈঠক রয়েছে। পুতিনের বার্তার পরেই জরুরি বৈঠকে ন‍্যাটো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here