কোয়েল বিশ্বাস : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযান চালানো নির্দেশে দেন। কিন্তু তিনি এবার এতো আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যেও ইউক্রেনের সেনাবাহিনীকে পিছু হাঁটতে বললেন। শুক্রবার আক্রমনের মাঝেই পুতিন বলেন , “আমি ফের ইউক্রেনের সেনা জাওয়ানদের অনুরোধ করছি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে নিজেদের স্ত্রী শিশু এবং বয়স্কদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে দেবেনা।” ইউক্রেনীয় সেনা যদি নিজের হাতে ক্ষমতা তুলে নেন তবে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে কোন চুক্তিতে পৌঁছানোর সহজ হবে বলে জানিয়েছেন পুতিন।
নিজের দেশের সেনাবাহিনীর প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনে রাশিয়ার সেনারা , সাহসিকতা, পেশাদারিত্ব এবং বীরের মতো তারা নিজেদের দায়িত্ব পালন করছেন। সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনে জঙ্গি ও নিও নাজিদের সঙ্গে মুদ্রন করা হচ্ছে। ইউক্রেনের সুদিন আসবে বলে তিনি প্রতিশ্রুতি দেয়।
শুক্রবার চিনের প্রধানমন্ত্রী লি জিনপিংয়ের সাথে পুতিনের ফোনে কথা হয়, এবং ওই বৈঠকে জিনপিং জানান , মক্সো ও কিয়েভের উচিত আলোচনার মাধ্যমেই এই কঠিন পরিস্থিতির সমাধানসূত্র বের করা। এর সাথেই পুতিন জানিয়েছেন ইউক্রেনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করতে তিনি রাজি আছেন।
ক্রমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ”
ইউক্রেনের সঙ্গে আলোচনার বসতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রতিনিধি দল পাঠাতে রাজি আছেন।” জানা গেছে , বেলারুশের রাজধানী মিনস্ক-এ ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল আলোচনায় বসতে পারেন।
আবার অন্যদিকে , ভোলদিমির , ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেক্সিও সংঘর্ষ থামিয়ে আলোচনা বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এটিও বলেন, গোটা ইউক্রেন জুরে মুদ্রন চলছে , আসুন , আমরা আলোচনা বসি এবং এই বিরোধ মেটানোর চেষ্টা করি।