Calcutta time : আগামী ২৭শে ফেব্রুয়ারি পুরসভা নির্বাচন। আর তার জেরেই জোরকদমে চলছে প্রাথীদের প্রচার। কিছু প্রাথীকে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন আবার কোনো প্রাথী সমস্যার সমাধানও করে দিচ্ছেন। কোনো প্রাথী আশ্বাসও দিচ্ছেন রাস্তাঘাট, খালবিল ঠিক করার। বলা যায়, এখন শুধু ভোটের অপেক্ষা।
তেমনি আজ অর্থাৎ শনিবার সকাল সকাল কাঁচরাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড- এর তৃনমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা মজুমদারের সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। শুধু আজ বলেই নয়, তৃণমূলকংগ্রেস প্রাথী শর্মিষ্ঠা মজুমদার এর আগেও প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে আশীর্বাদে, ভালোবাসা পেয়েছেন। ডোর টু ডোর ক্যাম্পেনিং করে ব্যাপক সারা ফেলেছেন তিনি এলাকায়। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, তাঁর জয় কিন্তু ১০০% নিশ্চিত। তিনি প্রচারে বেরিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন সাথে তাঁর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে কাছে টেনে নিচ্ছেন।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুবোধ অধিকারী জানান, “৭ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রাথী শর্মিষ্ঠা মজুমদারের জয় ১০০% নিশ্চিত। মানুষের আশীর্বাদ, ভালোবাসা তাঁর সাথে সবসময় আছে।
এছাড়াও এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শর্মিষ্ঠা মজুমদার জানান, “ভোটে জয়ী হলে আমি মানুষের দরবারে যাবো এবং এলাকাকে সুন্দর ভাবে সাজাবো যাতে কাঁচড়াপাড়ার মডেল ওয়ার্ড হতে পারে। এলাকাবাসীর আশীর্বাদ আমার সাথে রয়েছে। আমরা শুধু মহড়া সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে”।