বিনীতা দাস : মেকআপ যেমনই করুন না কেন,মেকআপ করার আগে প্রাইমার ব্যবহার করা আবশ্যিক। সঠিক ভাবে প্রাইমার ব্যবহার না করলে ত্বকে ফাউন্ডেশন সেট হয় না। বাজারে বিভিন্ন ধরনের প্রাইমার পাওয়া যায়। কিন্তু জানেন কী চাইলে বাড়িতেই বানানো যায় মেকআপ প্রাইমার। দেখে নিন কীভাবে

ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্রাইমারে কোনও রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। তাই এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে না। যার ফলে ত্বক পুরোপুরি সুস্থ থাকে।

প্রথমে এক চা চামচ কেওলিন ক্লে, এক চা চামচ অ্যারারুট পাউডার আর চার চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে এই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে একটা ছোট বাটিতে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে প্রতিটি উপাদান যেন একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর একটি এয়ারটাইট কাঁচের কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিতে হবে।

আগে ত্বক ভালো করে পরিষ্কার করে টোনার আর ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। এরপর ত্বকে ওই প্রাইমার লাগান। প্রাইমার পুরোপুরি ত্বকে শুকিয়ে গেলে তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশন ত্বকে সেট হবে।

তবে হ্যাঁ যদি আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকে, তাহলে এই মিশ্রণে দু’ ফোঁটা টি ট্রি অয়েল বা লবঙ্গের তেল মিশিয়ে নিন। এর ফলে মেকআপ করলেও আপনার ত্বকে ব্রণর মতো সমস্যা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here