কোয়েল বিশ্বাস : বর্তমানে একটি গুরুতর রোগ হচ্ছে ক্যান্সার। এই রোগের শিকার হয়েছে বহু সংখ্যক মানুষ। শরীরের কোন কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়িতে থাকেন তাহলে ওই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হন। একইভাবে যদি হাড়ের কোষ বাড়তে থাকে তাহলে সে ক্ষেত্রে হাড়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই অনিয়ন্ত্রিত হাড়ের বিষয়ে না জেনে থাকায় হাড়ের ক্যান্সারের গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। হাড়ের এই রোগকে ঠিক সময়ে চিকিৎসা করালে এ ঠিক হয়ে যেতে পারে। কিন্তু যদি এই উপসর্গ গুলির না বুঝতে পারে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং শরীরের আরো অন্যান্য কোষকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব উপসর্গগুলি কে চিনে নিয়ে তার দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। উপসর্গগুলি কি কি-
দ্রুত ওজন হ্রাস পাওয়া-
পায়ের হাড়ে ব্যথা থাকলে এই অবস্থায় যদি ওজন বেড়ে যায় অনেক সময়। কিন্তু ওজন যদি কমতে থাকে তাহলে সেটাকে ক্যান্সারের লক্ষন বলে ধরা হবে। ওজন কমার পাশাপাশি খিদে পরিমান ও কমে যায়। যখন ক্যান্সার কোষ বৃদ্ধি পেতে শুরু করে, তখন ওজন কমতে শুরু করে। তাই এইসব উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
হাড়ের ব্যাথা যদি দীর্ঘস্থায়ী-
হাড়ের ব্যাথা যদি খুব বেশি সময় ধরে চলতে থাকলে , তা অবহেলা করবেন না। আর এই উপসর্গ হতেই পারে ক্যান্সার লক্ষন। কিন্তু প্রায়সই মানুষকে দেখা এ পরিস্থিতিতে হালকাভাবে নেয়। আর এইরকম অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
হার বা জয়েন্ট ফুলে যাওয়া –
শরীরের কোনও অংশ বা হাড়ের কোনো জায়গা ফুলে যাওয়া ক্যান্সারের লক্ষন। বিশেষজ্ঞদের মতে, বেশিদিন ধরে শরীরের কোনও অংশে পিন্ড বা ফোলাভাব থাকলে তার উপেক্ষা না করবেন। এরকম হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
অল্প বয়সে হাড়ের ব্যাথা-
আজকাল অনেক অল্প বয়েসেই হাড়ের ব্যাথার উপসর্গ লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞদের মতে, এটিও হাড়ের ক্যান্সারেরে লক্ষন হতে পারে। আবার যদি একি হাড় বারবার ভাঙ্গতে থাকে , তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিন্ত যদি আপনি ক্যান্সার আক্রান্ত হন তাহলে হাড় দুর্বল হয়ে পড়ে। এতে অল্প আঘাতেও হাড় ভেঙ্গে যায়।
এই সমস্ত উপসর্গ দেখা দিলে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের সাহায্য নিন।