Calcutta time : দলের প্রার্থী তালিকার বিরুদ্ধে গিয়ে যেসব তৃণমূল নেতা পুরভোটে প্রার্থী হয়েছেন তাদের কড়া হুঁশিয়ারি দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
এর আগে রবিবার নদিয়ার কল্যাণীতে হরিনঘাটা, চাকদহ, গয়েশপুর ও কল্যাণী পুরসভার দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়।
সেখানেই দলের তালিকার বাইরে গিয়ে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের সতর্ক করেন পার্থ। ওইসব নেতাদের উদ্দেশ্যে তাঁর সাফ বার্তা, দলের নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলবে।
দলীয় প্রার্থীদের লিখিতভাবে সমর্থন করার কথা জানাতে হবে তাদের। যদি তারা ৪৮ ঘণ্টার মধ্যে না জানান তাহলে দল ওইসব নেতাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত উল্লেখ্য, বহু জায়গায় দলের দেওয়া তালিকার বাইরে গিয়ে নির্দলের হয়ে মনোনয়ন পেশ করেছেন বহু তৃণমূল নেতা। শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সাক্ষর করা তালিকাই চূড়ান্ত। তার পরেও সমস্যা রয়েছে।