Calcutta time : পুর ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। প্রচার থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন প্রাথীরা। আজ অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রাথীরা। তারই মধ্যে অনেক তৃণমূল প্রাথী রয়েছেন যারা শুধু মানুষের পাশেই নয়, রাস্তার কুকুর থেকে সারমেয় যাকে সবার পাশেও থাকতে দেখা গেছে।
তেমনি তৃণমূল কংগ্রেসের এক প্রাথী নজর কেড়েছেন প্রত্যেকের। ইছাপুর নোয়াপাড়া বিধানসভার ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রাথী সুপ্রিয়া দাস, যিনি সবসময় প্রত্যেকটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেখা গেছে আমফান, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে তিনি বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন।
শুধু তাই নয়, ১৩ নম্বর ওয়ার্ডে যত রাতই হোক কেউ অসুবিধায় পড়লে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, পথচারীদের সাথে রয়েছেন। এখনো তিনি তাঁর কাজ যে করে যাচ্ছেন তা দেখতে পাওয়া যাচ্ছে তাঁর কাজের মাধ্যমে। রাস্তার কুকুর থেকে সারমেয়দের সেবা করা সবটাই তিনি নিজের হাতে করে যাচ্ছেন।
এছাড়াও যখন অনেক তৃণমূল কর্মী বিজেপিতে চলে গেছেন আবার তৃণমূলে ফিরেও এসেছেন সুপ্রিয়া দাস কিন্তু নিজের জায়গাতেই ছিলেন।
আজীবন তিনি তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে চলেছেন, পাশে রয়েছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, মানুষের আশীর্বাদে,নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসুর আশীর্বাদে সুপ্রিয়া দাস ১৩ নম্বর ওয়ার্ড থেকে টিকিট পেয়েছেন এবং মানুষ তাঁর পাশে আছেন।