Calcutta time : করোনা কাটিয়ে অবশেষে রাজ্যে স্কুল, কলেজ খুলেছে। প্রায় একমাস বন্ধ থাকার পর গত ৩রা ফেব্রুয়ারি থেকে স্কুল, কলেজ খুলেছে। সূত্রের খবর, স্কুলের প্রথম দিনই পড়ুয়াদের উপস্থিতি ছিল ৬২ থেকে ৬৩ শতাংশ। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংখ্যা অনেকটাই কম। যা নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষাবিদরা।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতির হার নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলেন উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকেরা। এতদিনে উপস্থিতি ছিল ৩০ শতাংশ পড়ুয়া।

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি প্রদান করা হলেও, প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাড়ার কোনও মাঠে ক্লাস করানো হবে পড়ুয়াদের। করোনার সময় প্রাথমিক স্তরের পড়ুয়াদের যাতে স্কুলে যেতে সমস্যা না হয় সেই দিকে ভেবেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

উল্লেখ্য, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের জন্য থাকছে মিড-ডে মিলের ব্যবস্থা। প্রতিটি শ্রেণির ক্লাস হবে দুই ঘণ্টা করে, পাড়ার শিক্ষালয়ের বিস্তারিত সময়সূচীও প্রকাশ করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here