বিনীতা দাস : নারী ও পুরুষ প্রত্যেকেরই শরীরের বাকি অংশের তুলনায় হাঁটু ও কনুইয়ের চামড়া অনেকটাই কালো হয়ে যায় নানা কারণে। এই কালো ছোপ ধরা হাঁটু এবং কনুই নিয়ে আমাদের নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরের অন্য অংশের তুলনায় এই অংশের ত্বক সাধারণত মেলানিন এর ফলে বা সূর্যের তাপ, ঘর্ষণ এবং অন্যান্য বেশ কিছু কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয়। তাই কয়েকটি ঘরোয়া উপায়ে ঠিক করতে পারবেন এই কালো দাগ।
উপায়গুলি জানুন বিস্তারিত –
হলুদ –
এক চামচ হলুদ, দই এবং মধু র পেস্ট তৈরি করতে হবে। এরপর ওই পেস্টটি হাঁটু ও কনুইয়ের কালো অংশে লাগিয়ে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে।
অ্যালোভেরা –
ত্বকের জন্যে অ্যালোভেরা জেল অত্যন্ত উপকারী অ্যালোভেরা ত্বককে মসৃণ করে এবং ত্বকে থাকা অতিরিক্ত মেলানিন কোষকে ধ্বংস করে ত্বককে উজ্জল করে। অ্যালোভেরা থেকে অ্যলোভেরা জেল বার করে নিয়ে লাগাতে পারেন বা অ্যালোভেরা ক্রিম ও ব্যবহার করতে পারেন। এই অ্যালোভেরা জেল ত্বকের উপর লাগিয়ে ২০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলতে হবে
লেবুর রস –
লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে লেবুর রস হাঁটু এবং কনুই এর কলো অংশে লাগিয়ে দশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
আলু –
কাঁচা আলু ত্বকের জন্য খুব উপকারী। আলু কালো দাগ এবং যে কোনো দাগ দূর করতে সহায়তা করে। তাই আলুর রস যদি হাঁটু ও কনুইয়ের কালো অংশে লাগানো যায় তাহলে দারুন উপকার হয়। এছাড়াও আলুর টুকরো ঘষলেও কালো ছোপ বেশ কিছুটা দূর হয়।
দই ও ভিনিগার –
এই দুটি মিশ্রণকে ভালো করে মিশিয়ে হাঁটু ও কনুইয়ের কালো অংশে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক রং ফিরে আসে এবং ত্বক আরও উজ্জল হয়।
নারকেল তেল –
সামান্য নারকেল নিয়ে ত্বকের কালো দাগের উপর লাগিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর কয়েক ফোঁটা লেবুর রস লাগিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে। কয়েকদিনের মধ্যেই তফাৎ দেখতে পাবেন।