Calcutta time : ১৫ই ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প, আগেই এনিয়ে জানিয়ে রাজ্য সরকার তবে তার সাথে যুক্ত হয়েছে ৬টি পরিষেবা। এতদিন ১৮টি প্রকল্প ছিল তবে ১৫ই ফেব্রুয়ারি থেকে মোট ২৪টি হবে।

তালিকায় যুক্ত হয়েছে কৃষি দফতর, মৎস্য দফতর, মাঝারি ও ক্ষুদ্র শিল্প দফতরের প্রকল্পও। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দুয়ারে সরকার একমাস ধরে চলবে। অর্থাৎ ১৫ মার্চ অবধি দুয়ারে সরকার শিবির হবে। দুই ধাপে এই শিবির হবে

বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুয়ারে সরকার দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় ১ লক্ষ ৪ হাজার ৪০২টি ক্যাম্পে মোট ৩ কোটি ৬৯ লক্ষ মানুষ এসেছেন, ৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার দরখাস্ত জমা পড়েছে। যার মধ্যে ২ কোটি ৭৮ লক্ষ ৬৫ হাজার পরিষেবা দেওয়া হয়েছে। যা বাকি আছে এবারের দুয়ারে সরকারে পূরণ করতে হবে। এবার দুয়ারে সরকারে ১৮টি সেবার সঙ্গে আরও ৬টি নতুন পরিষেবা যুক্ত হচ্ছে”

উল্লেখ্য, দুয়ারে সরকার শিবির থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তফশিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের শংসাপত্র, জয় জোহার, তফশিলি বন্ধু পেনশন প্রকল্প, মানবিক প্রকল্প, ১০০ দিনের কাজ, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, কৃষক বন্ধু, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কৃষিজমির মিউটেশন। বিভিন্ন প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here