বিনীতা দাস : এবছরের ইংরেজি মাস অনুযায়ী এখন চলছে ভালোবাসার মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস। কর ফেব্রুয়ারি মাস মানেই সরস্বতী পূজা থেকে ভ্যালেন্টাইন্স ডে। এর মধ্যেই সবাই চায় প্রেম জীবনকে আরো সুন্দর করে তুলতে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই চারটি রাশির জাতকদের ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো, গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। বিবাহিত এবং অবিবাহিত উভয়েরই জীবন প্রেমে বর্ণময় হয়ে উঠবে। স্বামী-স্ত্রী’র মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।
রাশি গুলি একনজরে দেখুন –
মিথুন –
এই রাশির জাতকদের এই সময়ে প্রেমিকের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বামী-স্ত্রী ও যে কোনো পরিস্থিতিতে একে ওপরের পাশে থাকবে।
সিংহ –
যারা অবিবাহিত তারা দীর্ঘ অপেক্ষার পর প্রেমের সম্পর্কে বাঁধা পড়তে পারেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের বিয়ের কথা ভাবার জন্য এই মাসটি অত্যন্ত শুভ।
তুলা –
ভালোবাসা প্রকাশ বা প্রেম নিবেদনের জন্য এই মাস এদের পক্ষে খুবই শুভ। প্রেমিক-প্রেমিকারা একে ওপরের প্রতি বিশ্বাস ও আস্থা শক্তিশালী হতে চলেছে।
বৃশ্চিক –
এই রাশির জাতকদের জন্য খুবই স্পেশাল এই মাসটি। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কত গভীর হবেই এমনকী প্রেমিক-প্রেমিকার একসঙ্গে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।