Calcutta time : একসাথে তিন-পাঁচটা ছবির সিডিউল নিয়ে লন্ডন পাড়ি দিচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা সাথে সঙ্গী প্রেমিকা ঐন্দ্রিলা সেন। শোনা যাচ্ছে অঙ্কুশের সঙ্গে ছবিতে আবারও জুটি বাঁধছেন তিনি। অন্তত দুটি ছবিতে একসাথে দেখা যাবে এই জুটিকে এর মধ্যে একটির পরিচালক সায়ন্তন ঘোষাল এবং অন্যটির সম্ভবত অংশুমান প্রত্যুষ। এমনকি রাজা চন্দের একটি ছবির জন্যও অঙ্কুশ লন্ডন পাড়ি দিচ্ছেন।
বিশেষ সূত্রে জানা গিয়েছে সায়ন্তনের ছবির নাম এখনও ঠিক না করা না হলেও এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ। তবে ওই সংস্থার আরও একটি ছবি “কলকাতা ওয়েডস্ লন্ডন” নামক ছবিতে নায়ক অঙ্কুশ তবে নায়িকা এখনও ঠিক হয়নি।
ঐন্দ্রিলাকে “ফ্যান্টা” নামে এক ছবিতে দেখা যেতে পারে যদিও তা আলোচনার স্তরে রয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই ওই প্রযোজনা সংস্থাদের কটাক্ষ করিছিলেন আর এক প্রযোজক রানা সরকার। সাবসিডি বা ভুর্তকির জন্যই ঘন ঘন লন্ডন গিয়ে শুটিং করার অভিযোগ ছিল তার। সব ঠিক থাকলে এইসব বিতর্ককে সঙ্গ করেই “ম্যাজিক” ও “লাভ ম্যারেজ” এর পর আবার একসাথে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে।