Calcutta time : ভারতীয় রেলওয়ে ১লা ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিলাসপুর-ভোপাল এবং জম্মু তাউই-দুর্গ এক্সপ্রেসে ট্রেন।
ভারতীয় রেল জানিয়েছে, বিলাসপুর ডিভিশনের, জয়থারি-চুলহা রেলওয়ে সেকশনের স্টেশনগুলোর সঙ্গে সংযোগকারী তৃতীয় লাইনে নির্মাণের কাজের কারণে এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। কাজ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
রেলের যাত্রীদের আগামীদিনে তাদের ভ্রমণের আগে রেলওয়ে অনুসন্ধান পরিষেবা – ন্যাশনাল ট্রেন ইনকোয়ারী সিস্টেম (NTES)-এর ৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ।
২রা ফেব্রুয়ারি – ২২১৬৯ রানি কামালাপতি
২রা ফেব্রুয়ারি – ২২১৬৯ রানি কামালাপতি সাতরাগাছি এক্সপ্রেস
৩রা ফেব্রুয়ারি – ২২১৭০ সাতরাগাছি-রানি কামালাপতি এক্সপ্রেস এবং ২২৯০৯ ভালসাদ-পুরী এক্সপ্রেস
৫ই ফেব্রুয়ারি – ২০৯৭১ উদয়পুর-শালিমার এক্সপ্রেস
৬ই ফেব্রুয়ারি – ২০৯৭২ শালিমার-উদয়পুর এক্সপ্রেস, ২২৯১০ পুরী-শালিমার-উদয়পুর
এক্সপ্রেস এছাড়াও ২২৯১০ পুরী-ভালসাদ এক্সপ্রেস এবং ২০৪৭১ বিকানের-পুরী এক্সপ্রেস।
১লা-৮ই ফেব্রুয়ারি – ১৮২৩৬ বিলাসপুর-ভোপাল এক্সপ্রেস এবং ১২৫৪৯ দুর্গ-জম্মু তাওয়াই এক্সপ্রেস
৩১শে জানুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি ১৮২৩৫ ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস
১,৬ এবং ৮ ফেব্রুয়ারি – ১৮২০৩ দুর্গ-কানপুর এক্সপ্রেস
৯ই ফেব্রুয়ারি – ২০৪৭২ পুরী-বিকানের এক্সপ্রেস
৩রা – ১০ই ফেব্রুয়ারি – ১২৫৫০ জম্মু তাওয়াই -দুর্গ এক্সপ্রেস
 
			